প্রথম সেক্স কি এবং কেন এই বিষয়ে আমাদে র সাবধান হতে হবে।
প্রথম সেক্স কি ।
এটি একটি সাধারন প্রক্রিয়ার মতো নয়। এটি একটি বিস্তর অভিজ্ঞতা । সকলেই এই দিন এবং ক্ষন টার কথা মনে রাখে। ভুলতে গেলেও ভূলত পারে না। বলতে পারেন কেন?
এই অভিজ্ঞতা জীবনে একবারই হয়ই তাই কারো পক্ষেই এই সময়টা ভোলা যায় না। যদি ভুলে যায় তবে জীবনের অনেক কিছুই তার থেকে বিদায় নিয়ে যায়। জীবনের উপভোগ যেখানে দিন শুরু হয় । তার কথা মনে থাকবে এইতো স্বাভাবিক। এই সময়টাতে ছেলে তার মানসিকতা ঠিক না রাখতে পেরে অকাতরে সব বিলিয়ে দিয়ে দেয়। আর মেয়েরা কি হবে । কেমন হবে, কতটা হবে। এটি কি সত্যিই উপভোগ্য হবে কিনা ? বা শারীরিক ভাবে ইনজর হবে কিনা । কতটুকু সে মানিয়ে নিতে পারবে ইত্যাদি, ইত্যাদি।
সৃতরাং প্রথম সেক্স একটি মহাদেশ মহাসাগরের মতো অসীম অভিজ্ঞতার ।
প্রথম মিলনের বয়সসিমা
প্রথম মিলনের বয়সসিমা নিয়ে আপনাকে অন্যন্ত সচেতন থাকতে হবে। কারন এই মিলন যতটা আনন্দের ঠিক ততটাই ভয়ংকর। কারন যদি মেয়ের বয়স ঠিক ঠাক না হয় তবে যেকোন সময় যেকোন সমস্যার সৃষ্টি হতে পারে। রক্তক্ষরন হতে পারে। মেয়ে সেন্স হারিয়ে ফেলতে পারে। মাথা ঘুরাতে পারে। এমনকি মৃত্যর মত ঘটনাও ঘটতে পারে। ম
মনে রাখতে হবে । যখন আপনে মিলনে লিপ্ত হবেন বা আপনাকে জোড় করে মিলনের জন্য বাধ্য করা হবে তখন যে আপনাকে বাধ্য করবে তার মাথা ঠিকঠাক কাজ করবে না। সে তার খায়েস মিটানোর জ্ন্য আপনার সহিত জোড় জবর দস্তি করতে থাকবে। আপনার কি হলো সেই বিষয়ে তার খেয়াল থাকবে না। সুতরাং প্রথম মিলন করার জন্য আপনার অবশ্যই প্রাপ্ত বয়স্ক হতে হবে।
এখন বিষয় হলো , একটা মেয়ের বয়সন্ধি কাল শুরু হলেই সে মিলনে লিপ্ত হতে পারবে । একটু কষ্ট হলেও তার দারা সম্ভব। কিন্তু বয়স না হলে কোন ভাবেই এই কাজে লিপ্ত হবেন না।
প্রথম মিলনের পর একটি মেয়ের ভাবনা
প্রথম মিলনের পর একটি মেয়ে নানা ধরনের ভাবনায় থাকে। আবেগে ফিলিংস যে কাজটি সেকরেছে তারপর তার কি হবে। তবে বিষয়টি বিয়ের পূর্বের মিলনের ক্ষেত্রে হয়। বিয়ের পর প্রথম মিলন নিয়ে কোন মেয়েই কিছু ভাবে না।বরং ইনজয় করার জন্য পরবর্তী মিলনের ক্ষন গনে। বিয়ের পূর্বে মিলনের পর মেয়েটি ভাবে সে কনসেপ করবে কি না। এমনটি সে গোপনে গোপনে নিজে বেবি টেষ্ট করতে থাকে। ভাবে যার সঙ্গে মিলন করল সে ভুলে যাবে কিনা ? যদি ভূলে যায় তবে কি হবে। পরের সময়ের জন্য নিজেকে অপরাধি মনে করতে থাকে। আবার দীর্ঘ দিনের সম্পর্কের ক্ষেত্রে ্এ বিষয় তার মাথায় আসেনা । কারন সে যার সঙ্গে মিলন করেছে সেতো জানেই সে কেমন। তাই প্রথম সেক্স করার পর নানা ধরনের চিন্তা মাথাই আসে। তবে একটা বিষয় হলো কোন ভাবেই সমাজ পরিপন্থি কোন সম্পর্কে জড়ে অবৈধ্য ভাবে মিলন করার কথা কোন ধর্মই বলে না। তাই আমাদের মিলন করতে হলে অবশ্যই একটি বৈধ্য সম্পর্কে আসতে হবে। আশা করছি সবাই বিষয়টি মাথাই নিয়ে এগুবেন।
প্রথম মিলনের পর রক্তক্ষরন হলে যা করবেন।
প্রথম মিলনের পর রক্তক্ষরন হতে পারে । এটা খুবই স্বাভাবিক । এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। এটা একটি ধারাবাহিক বিষয়ের অংশ। তাই চিন্তা করবেন না । বরং রক্তক্ষরনের পর ডাক্তার এর পরামর্শে কিছু ঔষধ সেবন করলেই আপনি ভালো হয়ে যাবেন। আর আপনার সঙ্গিকে একটু ভালো করে বুঝায়ে বলতে হবে যে, আপনি এই সমস্যা ফিল করছেন। একটু সময় নিয়ে সহবাস করবেন দেখবেন সবকিছুই ঠিক হয়ে গেছে । আপনি ইনজয় করছেন।
অবশেষে
অবশেষে একটি কথাই আমি বলতে চায়। আমার মতামতে আপনারা ধর্মের মধ্যেই সকল নিয়ম মেনে একটি বৈধ্য মাধ্যমে নিজেকে তৈরী করুন।দেখবেন আপনার সকল কিছুর ই সমাধান হয়ে গেছে।